
গতকালও সাক্ষাৎকারে যুক্ত হন তারেক রহমান
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ চেষ্টার নির্দেশনা
দলীয় কোন্দল থেকে নেতা-কর্মীদের দূরে থাকার নির্দেশ
কেন্দ্র দখল ও ভোট কারচুপি ঠেকানো গেলেই বিএনপির বিজয় নিশ্চিত বলে মনে করছেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। তাঁরা দলের মনোনয়নপ্রত্যাশীদের ভোটের দিন কেন্দ্র দখল ও ভোট কারচুপি ঠেকানোর নির্দেশ দিয়েছেন। নেতা-কর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে কেন্দ্র পাহারা দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
গতকাল সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় এ নির্দেশ দেওয়া হয়। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল দ্বিতীয় দিন বরিশাল বিভাগের ২১ আসন এবং খুলনা বিভাগের ৩৬ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকালও সাক্ষাৎকারে যুক্ত হন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রতিটি আসনে মনোনয়নপ্রত্যাশী সবাই একসঙ্গে মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকার দেওয়া ১৫ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁরা জানান, ভোটের দিন কেন্দ্র দখল এবং ব্যালটে সিল মারা ঠেকানো গেলে প্রায় সব আসনে বিএনপির প্রার্থীরা জিতবেন বলে মনোনয়ন বোর্ডের সদস্যরা মনে করছেন। কিছু ক্ষেত্রে মনোনয়ন বোর্ডের সদস্যরা বলেছেন, খুলনা, বরিশাল, গাজীপুর সিটি করপোরে
0 coment�rios: