
আগ্রহী প্রতিযোগীরা প্রাথমিকভাবে তাদের সেরা ছবিগুলো এসিআই স্যান্ডাল সোপের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে জমা দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিভিন্ন গ্রুমিং সেশনের মাধ্যমে ৬ জন বিজয়ী ঘোষণা করা হবে। এরা এসিআই স্যান্ডাল সোপের এক্সক্লুসিভ ক্যালেন্ডারে নিজেদের মডেল হিসেবে উপস্থাপনের সুযোগ পাবেন।
অংশগ্রহণের শেষ তারিখ ১৮ নভেম্বর, বয়সসীমা ১৮-২৬ বছর। বিস্তারিত জানতে ফেসবুক পেজে facebook.com/acisandalsoap/এবং ইনস্টাগ্রাম instagram.com/acisandalsoap/পেজে ভিজিট করুন।
0 coment�rios: